ঘাটাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষ উদযাপন।
মো:ফারুক আহমেদ ঘাটাইল প্রতিনিধি:
রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশত্ববোধক গান, নৃত্য ও শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, থানা অফিসার্স ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান মনিরুজ্জামান খান মনির, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সকল কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।