ভেদুরিয়ায় ইসলামি যুব আন্দোলন এর আয়োজনে ইফতার মাহফিল
জেলা প্রতিনিধি- ভোলা:
ভোলার সদর ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্য চরকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ইফতার মাহফিল এর আয়োজন করেছে ইসলামি যুব আন্দোলন ভেদুরিয়া ইউনিয়ন শাখা। অদ্য ২১ মার্চ (শুক্রবার) আছরের নামাজের পড় ইফতার মাহফিল এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি যুব আন্দোলন ভেদুরিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক শফিউল বাশার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর জেলা সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানের ইফতার এর পূর্বে আমরা এই ইফতার মাহফিলে একত্রিত হতে পেরে খুবি আনন্দ বোধ করতেছি। এবং দেশের শান্তির জন্য আমরা সবাই ঐক্যবোধ থাকার চেষ্টা করবো এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইসলামি যুব আন্দোলন ভেদুরিয়া ইউনিয়ন শাখাকে আজকের ইফতার মাহফিলের আয়োজন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন মামুন বলেন, ইসলামি যুব আন্দোলন কর্তৃক ইফতার মাহফিলের উদ্যোগকে স্বাগত জানান। এবং ভবিষ্যতেও এধরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাপ্তির বক্তব্য সভাপতি আল-আমিন বলেন, আজকের ইফতার মাহফিলের আমাদের সংগঠনের লোকজন ব্যতীত বিভিন্ন অসহায় মানুষকে ইফতারি করাতে পেরে তিনি আনন্দিত। ইসলামি যুব আন্দোলন ভবিষ্যতে ভোলা জেলায় তাদের দলীয় কার্যক্রম বাড়িয়ে দলটিকে আরো শক্তিমালীর করার জোড়ালো আহ্বান জানান। এবং জেলার নেতৃবৃন্দকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানান।
আয়োজনে উপস্থিত ছিলেন, ইসলামি যুব আন্দোলন ভেদুরিয়া ইউনিয়ন শাখা ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আল-আমিন, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিউল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, দপ্তর সম্পাদক মনজু মাল-সহ প্রমূখ।