রাজবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
রবিবার (১৭সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।ওইসময় জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী -১ আসনের এমপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান একে.এম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রাণী সাহা, রাজবাড়ী পৌরমেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়ালসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।