বগুড়ায় ৪৭বোতল ফেনসিডিলসহ পুলিশের সোর্স গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
গত রবিবার (৩০ জুন) বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন এলাকা থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ধন্তনাবাদ গ্রামের পিতা মোজাম্মেল হক এর পুত্র রুহুল আমিন (ওরফে) সোর্স রামিম (৩২) কে জেলা গোয়েন্দা পুলিশের হাতে ৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন।
চতুর ধান্দাবাজ মাদক কারবাড়ি রমিম ক্ষেতলাল থেকে এসে, বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় বিবাহ করার পর ওই এলাকায় খুটি ।
এরপর থেকে শুরু হয় সোর্স এর কাজ।
পাশাপাশি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে করতেন মাদক ব্যবসা।
রবিবার ওই বেরসিক পুলিশের হাতেই গ্রেফতার হন ।
গ্রেফতারকৃত রমিমকে আজ সোমবার কোট হাজতে প্রেরণ করা হয়।