1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল নেত্রকোনায় ফিলিস্তিনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ভোলায় শহীদ শাকিলের পরিবারের উপর হামলা- প্রতিবেদকে হুমকি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব‍্যক্তি উদ্ধার গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ ধামইরহাটে চোলাই মদের  মূল হোতাসহ গ্রেফতার -৪  আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

রাজবাড়ীতে নানা আয়োজনে নারী দিবস পালন, ৪০ নারীকে আর্থিক সহযোগিতা

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৯ বার পঠিত

রাজবাড়ীতে নানা আয়োজনে নারী দিবস পালন, ৪০ নারীকে আর্থিক সহযোগিতা

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার

শনিবার (৮মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও ফেডারেশন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় জেলা প্রশাসক, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য ধারণ করে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অসহায় নারীদের শুভেচ্ছা হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর নুরুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবাহুতি চক্রবর্তী, মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আবু জাফর, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, জেলা জীবিকা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শেহনাজ ইসলাম জুলিয়া, জেলা মাতৃভূমি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আশরাফুন্নেছা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এমনকি প্রশাসনিক ভাবেই নারীরা আজ ক্ষমতায়নের দিক দিয়ে প্রায় সমানতালে চলে এসেছে। আজ আমাদের গার্মেন্টস সেক্টরের মাধ্যমে যে বৈদাশিক মুদ্রা আয় হয় তার পেছনে নারীর অবদানই বেশি।

ঘরে ও ঘরের বাইরে নারীরা অক্লান্ত পরিশ্রম করে। এখনো সমাজে নারীদের অবদান অস্বীকারের একটি প্রবণতা রয়েছে। তবে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সমাজে তাদের মূল্যয়ান করা হয়। তাই অন্যের উপর নির্ভর করে নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজেকে স্বাবলম্বী হতে হবে। এর বিরুদ্ধের সকল বাধা অতিক্রম করতে হবে।

তারা আরও বলেন, মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। বোনের বাড়িতেও নারীরা নিরাপদ নয়। এটি একটি সামাজিক অবক্ষয়। নারীরা সমাজে নির্যাতনের শিকার হচ্ছে। এর জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে। থানায় নারী ও শিশুদের জন্য পুলিশ বিশেষভাবে কাজ করছে। উন্নত দেশগুলোতে নারীরা মধ্যরাতেও প্রয়োজনে রাস্তায় চলাচল করছে সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয় না। আজ আমাদের দেশে এই পেক্ষাপট একটু ভিন্ন। আমাদের সেই অবস্থান তৈরি করে নিতে হবে। এসময় সামাজিকভাবে নারীদের আরও সচেতন হতে আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে দিবসটিকে কেন্দ্র করে জেলার ৪০ জন অসহায় নারীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD