কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালন
কয়রা (খুলনা)প্রতিনিধি
কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথ পরিক্রমায় চালু হয় আন্তর্জাতিক নারী দিবস।অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ইউএনডিপির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে বিআরডিবির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,বিএনপি নেতা এম এ হাসান, ফায়ার সার্ভিসের টিমও লিডার আঃ ছালাম, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ জিসিএ প্রকল্পের কয়রার ম্যানেজার মোঃ শহিদ হোসেন, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়, আঃ ছালাম ।এছাড়াও আলোচনা শেষে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায় এনজিও ফোরাম পাবলিক হেলথ বাস্তবায়নে জিসিএফ প্রকল্পের ৫ টি পরিবারকে বাড়ির কাজের সমতার ভিত্তিতে অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।
অপরদিকে পরিত্রানের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উত্তর বেদকাশি গাজী পাড়া আদিবাসী মুন্ডা বহুমুখী সমবায় সমিতির কার্যালযে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী সংগঠক রেবতী মুন্ডার সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, সাংবাদিক ফরহাদ হোসেন, নারী সদস্য ভারতী মুন্ডা, কল্যানী মুন্ডা, নমিতা মুন্ডা প্রমূখ।
আন্তর্জাতিক নারী দিবসটি নারীদের সামাজিক, অথনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন।