1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার দুই আসামী গ্রেফতার রাজবাড়ীতে পৌর পার্কিং ফি কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ ভূঞাপুরেচাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার প্রধান আসামী ফরিদ গ্রেপ্তার ভালুকায় ছাত্রদলের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য নৌ-র‌্যালী অনুষ্ঠিত গোয়ালন্দে ইসরায়েলী পণ্য বর্জন, ফিলিস্তিনবাসীদের হত‍্যার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে-ছারছীনা পীর ছাহেব মানবতার শত্রু ইসরাইলকে রুখতে বিশ্ব মুসলিমের ঐক্যের কোন বিকল্প নেই- ছারছীনার পীর ছাহেব

আপনারা নির্বাচন দিয়ে নেমে যান রাষ্ট্র সংস্কার করবে বিএনপি: শামা ওবায়েদ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আপনারা নির্বাচন দিয়ে নেমে যান রাষ্ট্র সংস্কার করবে বিএনপি: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি রাজবাড়ী,কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে বিএনপির জনসভায় বক্তারা বলেছেন, যত দ্রত সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিন অবনতি, দ্রত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের যড়যন্ত্র মোকাবিলার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে রোববার বিকেলে রাজবাড়ী শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, স্বৈরাচার চলে গেছে। কিন্তু দ্রব্যমূল্য এখনও মানুষের নাগালের বাইরে। দ্রব্যমূল্য কমাতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এদেশে চুরি, ডাকাতি খুন ধর্ষণ চলছে। এগুলো নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছি। যে সংস্কারের কথা বিএনপি বলেছিল, সেটি হলো দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার। এটা সংস্কার করে নির্বাচনের দাবি ছিল বিএনপির। জুলাই-আগস্টের আন্দোলনের নায়ক ছিলেন তারেক রহমান। আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা এ সরকারের বিরুদ্ধে নামতে চাই না। এই সরকার ব্যর্থ হোক সেটা চাই না। আমরা এ সরকারকে সাহায্য করতে চাই। একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করা দরকার বিএনপি সেব্যাপারে সহযোগিতা করবে। দেশে আরও ২০টা রাজনৈতিক দল তৈরি হতে পারে। এনিয়ে বিএনপির মাথাব্যথা নেই। তিনি আরও বলেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটি নিয়ে মানুষের কাছে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এই দেশ হবে সুখী সমৃদ্ধির বাংলাদেশ।

জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে ৫ আগস্ট। এখনও দেশে দুর্নীতি কমেনি, এখনও মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। আমরা ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছি। দেশে দুর্নীতি বন্ধ করতে হবে। অর্থনীতি ঠিক করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তারেক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমরা বৈষম্যের বাংলাদেশ চাইনা। ঘরে ঘরে যোগ্য যুবকদের চাকরি দিতে চাই। সুষ্ঠু ভোট হলে বিএনপিই সরকার গঠন করবে। জিয়া পরিবার ক্ষমতার জন্য রাজনীতি করেনা।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যড. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম,  রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহŸায়ক নইম আনছারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, কেএ বারী, আশরাফুল ইসলাম মিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু ও আকমল হোসেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD