ঘাটাইলে বিল ঝিল গুলোতে অতিথি পাখি বিচরণ।
মোঃ ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধ
টাঙ্গাইল ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের
যোগিহাটি,বাঁশখালি,পাটিতাকান্দি ও ডাকিয়াপটল এই চারটি গ্রামে বিশাল মাল বিলে অতিথি পাখির বিচরণ
বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখন চলছে শীতকাল আমাদের দেশে শীতকম থাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অতিথি পাখির আগমন ঘটে যেমন: সোনাজঙ্গ, খুরুলে, কুনচুষী, বাতারণ, শাবাজ, জলপিপি, ল্যাঞ্জা, হরিয়াল, দুর্গা, টুনটুনি, রাজশকুন, লালবন মোরগ, তিলে ময়না, রামঘুঘু, জঙ্গি বটের, ধূসর বটের, হলদে খঞ্চনা ও কুলাউ ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন জলাশয় যেমন হাওর, বাওর, বিল, ঝিল এরই ধারাবাহিকতায় ঘাটাইলের উপজেলার আনেহলার বিশাল মলা বিলে অতিথি পাখির আগমন ঘটে আর এই অতিথি পাখি দেখতে প্রতিদিনই আশেপাশে এলাকার লোকজন পাখি সৌন্দর্য উপভোগ করে।
স্থানীয়রা জানায় প্রতিদিন সকালে পাখির কেঁচোর মেচর শব্দে আমাদের ঘুম ভাঙ্গে পাখির বিচরণ দেখে আমরা মুগ্ধ কোন শিকারে যদি পাখি শিকার করতে আসে তাকেও শিকার করতে দেই না আমরাও পাখি শিকার করিনা এই পাখিগুলোর বিচরণ দেখে মলা বিল যেন প্রকৃতির আর একটা রূপ নতুন পাব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।