রাজশাহী গোদাগাড়ীতে কৃষকের জমি দখল করে আ: লীগ নেতার ইটভাটা বিষয়ে ৩ সেপ্টেম্বর রবিবার দৈনিক যুগান্তরে খবর প্রকাশিত হওয়ায় ‘ এ এইচ ইকো ব্রিকস ‘ এর মালিক মোঃ গোলাম আরিফ জিয়া অত্যন্ত মর্মাহত হন।
এ বিষয়ে মোঃ গোলাম আরিফ জিয়া প্রতিবেদককে জানান, ইটভাটার কথিত জমিগুলো একটি প্রজেক্টের জন্য বাৎসরিক ১১ হাজার টাকা বিঘা চুক্তিতে গোদাগাড়ী ভাটপাড়া এলাকার আইনুল হক, তার মা তহমিনা খাতুন, আনাম, আফজাল হোসেন, বোরহানুল ইসলামসহ ১০ জন জমির মালিকের নিকট হতে ২০২৮ সাল পর্যন্ত লিজ গ্রহন করেছেন । জমির মালিক আইনুল হোক দি: তাকে না জানিয়ে ভাটার জমি অন্যত্র বিক্রি করে দিয়েছেন । লিজ গ্রহীতার সাথে সমঝোতা / মীমাংসা না করে অন্যত্র জমি বিক্রয় করায় প্রজেক্টের বেশ কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে । সে কারণে তিনি লিজ বহাল রাখার জন্য বিজ্ঞ গোদাগাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করেছেন । উক্ত মোকদ্দমা বর্তমানে বিচারাধীন রয়েছে ।