উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার: নিরব মাঝি। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
১৫০
বার পঠিত
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার: নিরব মাঝি
নিজস্ব প্রতিবেদক
ফ্রেন্ডস অফ বাংলাদেশ, জেদ্দা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ❝নূর মোহাম্মদ নীরব মাঝি❞ বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বঙ্গবন্ধু টানেলসহ সারা দেশের সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আজকের এ উন্নয়ন— সেদেশে সরকারের ধারাবাহিকতার ফলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও বর্তমান সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।
“নীরব মাঝি” বলেন, ‘বছরের পর বছর সরকার পরিবর্তন হলে কোনও দিনই পদ্মা সেতু হতো না। সরকার পরিবর্তন হলে আরেক সরকার এসে বলতো— এখানে না হয়ে পদ্মাসেতু হবে আরেক জায়গায়। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যে উন্নয়ন হয়েছে, সেখানে একই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিল বলেই হয়েছে৷ দেশে যে উন্নয়ন হয়েছে সেটিও বর্তমান সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।’
নীরব বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। দেশীয় কাঁচামালভিত্তিক শিল্পায়নের ধারা জোরদার করে কৃষি ও শিল্প খাতের যুগপৎ মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন’…
তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছে বিনীত আবেদন বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে, বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেই বাংলাদেশে উন্নয়ন হয়,
তিনি বলেন শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন।