সন্ধ্যা বেলায় ফিরবে বলে-
এই দুপুরে নাই বা গেলে;
সময়ে কিছু ফাঁকির ছলে-
একলা দুপুর উপুর হলে।
না হয় তুমি চুপটি করে-
বসে থাকবি দিদির ঘরে;
মিষ্টি মাখা যেন এই দুপুরে-
থাকবে না মনে এই প্রহরে।
দেখবে বলে আয়রে ছুটে-
আসছে অসুখ মুখের ঠোটে;
আবেগ জমছে মনের তটে-
এ সব কিছুটাই তুই নে লুটে।
চলছে যেন সবকিছু অবেলায়-
একলা করে বিকাল বেলায়;
এই রঙিন স্বপ্ন মনের খেলায়-
যাতন সইছে হেলায় হেলায়।।