টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
আজ ১৭ই নভেম্বর রবিবার সকাল থেকে টাঙ্গাইলে নানা আয়োজনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বিএনপি, গনঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।বিএনপি গন অধিকার পরিষদের স্থানীয় অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, গরিব-দুঃখীদের মধ্যে খাবার বিতরণ ও আলোকচিত্র প্রদর্শনী।