২১ ( আগস্ট) রাজশাহী দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
পৌরসভা কার্যালয়ে মেয়র মোঃ সাজেদুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন । দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেহেল রানা , সহকারী কমিশনার ( ভূমি ) কৃষ্ণচন্দ্র, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজাহার আলী ।
মেয়র সাজেদুর রহমান মিঠু তার পিতা মরহুম মেয়র মোঃ তোফাজ্জল হোসেনের স্মৃতিচারণ করেন এবং তার পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া চান । তিনি তার বাবার মত সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জামিল রহমান পুটটু । এ ছাড়া সভায় দুর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ একরামুল হক, সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং দুর্গাপুরের সর্বস্তরের জনগণ ।