জেঠিমনি জেঠিমনি দেখ তো আমি কি সুন্দর বউ সেজেছি;
ভালো করে দেখে বলো তুমি সত্যিই আমায় কেমন লেগেছে?
মাকে গিয়ে জিজ্ঞেস করলাম এ শাড়িটা আমি কেমন পড়েছি?
মা তখন মুচকি হেসে বললো- আমায়
নাকি পচা দেখাচ্ছে।
আমি কেঁদে গিয়ে বাবাকে বললাম মা আমায় পচা বলেছে;
বাবা তখন রেগে মাকে খুব আচ্ছা
করে বকে দিয়েছে।
কেমন হলো জেঠিমনি? মার পচা কথা
বাবাকে বলে দিয়েছি।
তুমিই বলো জেঠিমনি এতে-কি আমি
কোন ভুল করেছি?