1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল নেত্রকোনায় ফিলিস্তিনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ভোলায় শহীদ শাকিলের পরিবারের উপর হামলা- প্রতিবেদকে হুমকি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব‍্যক্তি উদ্ধার গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ ধামইরহাটে চোলাই মদের  মূল হোতাসহ গ্রেফতার -৪  আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

বালাগঞ্জে তালুকদার পাঠাগারের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বালাগঞ্জে তালুকদার পাঠাগারের উদ্বোধন।

বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি:

বইয়ের পাঠাগার হচ্ছে মানুষের পরম নির্ভরযোগ্য বন্ধু ও পথদর্শক, দূর করে অজ্ঞানতা, ছড়ায় জ্ঞান আরো। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার ‘তালুকদার পাঠাগার” নামে ‘বই পড়ি নিজেকে গড়ি’ স্লোগানে সিলেটের বালাগঞ্জে বাদেহস্থিদূর গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে পাঠাগারের উদ্বোধন আতাউর তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক এ,আর, কাওছারের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠানে এন টিভি ইউরোপের বালাগঞ্জ প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, বালাগঞ্জ প্রেসক্লাব এর অর্থ-সম্পাদক মো সুয়েবুর রহমান খান দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি সাংবাদিক এ,আর,কাওছার, জাগ্রত সিলেট প্রতিনিধি জিতু মিয়া, হাজি খলকু মিয়া, হাফিজ আব্দুল হাকিম, আছাব আলী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। বইবান্ধব সমাজ নির্মাণের লক্ষ্য নিয়ে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক আগে থেকেই পাঠাগারের কার্যক্রম চললেও সম্প্রতি টিনের আধাপাকা ঘর দেওয়া হয়েছে নিজস্ব জমিতে। সপ্তাহে সাত দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি। ‘বই পড়ি নিজেকে গড়ি’ স্লোগান ধারণ করে এগিয়ে যাচ্ছে পাঠারগারটি।

ধর্মীয় ইতিহাস সহ পাঠাগারে রয়েছে গল্প, উপন্যাস, কবিতা, সাময়িকীসহ কয়েক হাজার বই। গ্রামীণ মনোরম প্রাকৃতিক পরিবেশে পাঠাগারটি গড়ে উঠেছে। খেলাধুলা কম্পিউটার ব্রাউজিং সহ নানাবিধ সুযোগ সুবিধাও রয়েছে পাঠকের জন্য। দেশ-বিদেশের খবর, অনুষ্ঠানাদি দেখার জন্য পাঠাগারে আছে টেলিভিশন। পাশেই রয়েছে কফি হাউস, ওয়াই-ফাই সুবিধা,ও খোলাপ্রান্তর। সম্পূর্ণ বিনা খরচে পাঠক এখানে বই পড়তে পারবেন। এমনকি বাড়িতেও নিয়ে যাওয়া যাবে। তবে নির্দিষ্ট সময়মতো তা ফেরত দিতে হবে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান তালুকদার বলেন, আমরা এখানে একটি কালচারাল ইউনিভার্সিটি গড়ে তুলব। তারই অংশ হিসেবে একটি ব্যাতিক্রমধর্মী সাংস্কৃতিক বলয় সৃষ্টির চেষ্টা হচ্ছে পাঠাগার প্রতিষ্ঠা। শিক্ষানুরাগী প্রবিণ ব্যাক্তিত্ব “আমার মা ট্রাষ্ট”র প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল খালিক তালুকদার প্রতিষ্ঠিত আমার মা ট্রাষ্ট’অফিসেই পাঠাগার আমরা পাঠাগারের মাধ্যমে তার স্মৃতি ধরে রাখতে চাই। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে নতুন প্রজন্ম মোবাইল ও ফেসবুকমুখী হচ্ছে। তাদের বইমুখী করার চ্যালেঞ্জ নিয়েই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

“আমার মা ট্রাষ্ট” ও তালুকদার পাঠাগার থেকে মেধাবৃত্তি,সহ নানামুখী সৃজনশীল কর্মকাণ্ড পারিচালিত হচ্ছে। ভবিষ্যতে এর কর্মপরিধি আরো বাড়বে বলে জানান পাঠাগারটি প্রতিষ্ঠাতা আতাউর রহমান তালুকদার । এ ব্যাপারে সবার সহযোগিতাও আশা করছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD