গোয়ালন্দে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১১ মাদক ব্যবসায়ী আটক। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
১৫৪
বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়া ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১১ মাদক ব্যবসায়ী আটক
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এবার তাদের নির্মুল করতে মাঠে নেমেছেন পুলিশ। তারই ধারাবাহিকতায় অভিযানে, পূর্বপাড়ার যৌনপল্লী হতে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আয়ুব সরদার (৪৮) নামে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ,৫৬ হাজারেরও বেশি। সে দৌলতদিয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত সিরাজ সরদার এর ছেলে। এর বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।
শনিবার ১৯শে আগষ্ট সকালে এ তথ্য জানিয়েছেন,গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ,স্বপন কুমার মজুমদার। পরে সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক পরোয়ানা ভুক্ত মাদক মামলার ১০ আসামীকে গ্রেপ্তার করেছে। এরা হলো, ১। মোঃ সালাম বেপারী (৪৫) ২। মোছাঃ রহিমা খাতুন (৫৫) ৩। মোঃ রুবেল মন্ডল (২১) ৪। মোঃ আসাদুল বেপারী (২৬) ৫। বেবী বেগম (৪৫) ৬। মোঃ ওয়াহিদুল ইসলাম সাজন (২৫) ৭। আ: কাদের সরদার (৩৮) ৮। মোঃ আকাশ মোল্লা (২২) ৯। ওহাব শেখ (৬০) ১০। মোঃ রাজ্জাক ওরফে রাজা সরদার। এরা প্রত্যেকেই গোয়ালন্দ ঘাট থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামী।