মোস্তাফিজুর রহমান। রাজশাহী ব্যুরো চীফ।
শুক্রবার (১৮ আগস্ট) রাজশাহী বাঘা উপজেলার পাকুরিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৮ আগস্ট ) বিকালে পাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ।
সভায় সভাপতিত্ব করেন পাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ।
, পাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নছিমুদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুদ রানা তিলু প্রমুখ ।