পড় তোমার প্রভুর নামে
সৃষ্টি যার দয়ায়,
সৃজিল যে আলাক হতে
মানুষ এ ধরায়।
পড়ো তোমার প্রভু যিনি
মহা মহীয়ান,
কলম দিয়ে যিনি তাহার
বান্দাকে শেখান।
জানতো না যা মানুষ আগে
শেখালেন সেসব,
বড়ো হয়ে এ মানুষ ই
চিনেনা না কে রব।
নির্বোধ মানুষ যতই ভাবুক
নিজকে অভাবহীন,
রবের কাছে ফিরতে হবে
তাকেও একদিন।