বাবুই পাখির বাসা ছিল গাছটির উঁচু ডালে,
বাসাটি তার হওয়ার বেগে দুলত তালে তালে।
সেই বাসাতে মা পাখিটা দিল কয়েক জোড়া ডিম,
ডিম ফুটে বের হলো ছানাগুলো পাইল সুখের দিন।
বড় হলো দিনে দিনে বাবুই পাখির সবকটি ছানা,
উড়ে গেল বাসা ছেড়ে ছানাগুলো মেলে দুটি ডানা।
মনে বড় আশা ছিল দুটি ছানা রাখবো খাঁচায় ভরে,
আশা আমার হলো না পূরণ সবকিছু গেল ঝরে।।