খোকা খুকি শোনো
ভুল পথে যাও কেন
ছাড়ো গেমের পিছু,
আলোর রাস্তা ধরো
বইকে সাথী করো
পাবে ভালো কিছু।
বেশি বেশি পড়ো
পড়লে হবে বড়ো
সন্দেহ নেই তাতে,
জ্ঞানী গুনী যারা
পড়ে জগৎ সেরা
ইতিহাসের পাতে।
পড়তে বলেন রবে
চিনতে তাকে ভবে
কোরআন হাদিস পড়,
এসো সরল পথে
আল্লাহ -নবির মতে
নিজের জীবন গড়।