ঢাকা মহানগর দক্ষিণ এর কলাবাগান থানা আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোরআন খতম,দোয়া,আলোচনা সভা ও তবারক বিতরণ
অনি সামদানী চৌধুরী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সার্বিক সহযোগিতায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কলাবাগান থানা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ ঢালীর পরিচালনায় কলাবাগান থানা কমিটির নেতৃবৃন্দ কর্তৃক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া এবং মদীনায় মসজিদে নববীতে মদীনা আওয়ামী পরিবারের সদস্যবৃন্দের সহায়তায় বিশেষ মোনাজাত ও দোয়া সম্পন্ন করা হয়।
দোআ শেষে সভাপতি নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ ঢালীর সঞ্চালনায় আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (১) এড.কাজী মোরশেদ হোসেন কামাল এবং আরো উপস্থিত ছিলেন কলাবাগান থানা,ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।