ইলিশ বাঙালির জাতীয় মাছ,
নদী সাগরে থাকে।
জাতীয় মাছ হলেও ইলিশ,
গরীব ছোয়ে না তাঁকে।
ইলিশ বাঙালির জাতীয় মাছ,
বিদেশে চলে যায়।
দেশীয় মাছ হলেও ইলিশ,
বাঙালিরা না খায়।
ইলিশ মাছ অনেক দাম,
রপ্তানিতে যায় চলে।
দামী ইলিশ পারে না কিনতে ,
হায় আপসোস বলে।
ইলিশ ইলিশ বলে বাঙালি,
বুকটা দিলো ভাসায়।
ইলিশ মাছ খাবে বাঙালি,
মনটা থাকে শুধু আশায়।