ব্যথার ভাগে ভাগিদার কে,
কথায় কথায় খবর খোঁজে।
চোখের ভাষা বুঝেনা যে সে,
দুঃখের সন্ধানে মুচকি হাসে।
ব্যথা গুলো গোপন থাক,
মুখে হাসি প্রকাশ পাক,
কষ্ট দেখে, দেখে না সে যে,
স্বার্থ ছাড়া কাছে কে সে ?
ব্যথার কথায় সুযোগ খোঁজে,
আপন পর সবাই বোঝে,
তবুও মজা যে যে দেখে,
সময়ের সাক্ষ্য প্রমাণ আছে।