চাঁদ মামা আকাশেতে, হাসে মুখটা ভরে,
তারা বলে, মামা তুমি কবে আসবে ঘরে?
মামা হাসে নরম সুরে, ঝিকিমিকি আলো,
রাতের বেলা শোনায় মামা, কত গল্প ভালো।
পঙ্খিরাজে চড়ে মামা, পাড়ি দেয় সব দেশে,
তারা মিলে আকাশেতে, খেলা করে শেষে।
নীল আকাশে ভেসে বেড়ায়, মামার জাদুর নাও,
ছোট্ট ছোট্ট বন্ধুরা শোনে গল্প, ঘুমের দেশে যাও।
পাহাড়, নদী, গ্রাম-গঞ্জ পেরিয়ে মামা যায়,
রূপকথার সব রাজ্যে, জাদুর দ্বার খোলায়।
বন-জঙ্গল আর শহর-গ্রামে, ঘুরে ঘুরে ফেরে,
ছোট্ট বাচ্চার মিষ্টি ঘরে, গল্প বুনে ঘরে।
মামার সাথে রুপকথা, দিনরাত খেলা করে,
তারার সাথেই মিশে গিয়ে, আকাশ পথে ঘুরে।
বাহারি সব গল্প শুনে, খুশিতে সব হায়,
চাঁদ মামার ঐ জাদুর ছোঁয়ায়, স্বপ্নমাখা যায়!