
ইচ্ছে গেছে মরে
মহসিন আলম মুহিন
ইচ্ছে গেছে মরে আমার! ইচ্ছে গেছে মরে,
ঘর বাঁধিনি, ঘুরে বেড়াই-কানা গলি ধরে।।
ছোট্ট বেলার খেলার সাথী চঁড়ুইভাতির ছলে,
বলেছিলো থাকবে আপন, একালে-ওকালে।।
কখন যেন বড় হলো! তাল গাছেরই মতো,
কেমনে বলো রাখি তারে! নেই সামর্থ্য এতো।।
হঠাৎ একদিন ঘটক মশাই, খবর নিয়ে এলো,
তারপরেতে, ময়না পাখি সেই যে উড়াল দিলো।।
কত কাঁদি, কত খুঁজি, আর কি পাওয়া যায়,
উজান গাঙের নাইয়া-এখন ভাটির পানে ধায়।।
দুঃখে ভরা হৃদয় খানি, এখন গড়ায় পথে পথে,
নাওয়া-খাওয়া, দ্বীন-দুনিয়া, সবই উল্টোরথে।।
চেহারাতে বিচ্ছিরি ভাব, মনে আগুন জ্বলে,
ইচ্ছে গুলো মরে গেছে কষ্টের জাতাঁকলে।।
প্রেমের মরা জীবন ধরা, ভাল্লাগে না ছাই,
অঙ্গ জুড়ে চিতার আগুন! বিরহের গান গাই।।
লাইলীর প্রেমে মজনু মরে! প্রেম সাগরের জলে,
কৃষ্ণ প্রেমে রাধা ঝোলে! তমালের ডালে।।
এমন মরা মইরো না কেউ, সাধের দুনিয়ায়,
সব কিছু যায় রসাতলে-রিক্তের বেদনায়।।