পুত্র শোক
মোর বুক,
দূরে যাক
খরা খাক!
ভুলে যাক
সব ঝাঁক,
দেশ থাক
সুখী হোক
আগামীর সন্তানরা আমার!
ভাই যার
অশ্রু তার,
একাকার
হয়ে ভার!
স্মৃতি ক’টি
নিয়ে সুটি,
বেঁধে জুটি
কাঁদে মাটি!
কিভাবে দেখায় বুকটা তার!
স্বপ্ন ডানা
ষোল আনা,
দেখ কানা
নেই মানা!
মন্ত্রী হবে
সবে ভবে,
স্বপ্ন রবে
শীর্ষ টবে!
আমার রিক্সাওয়ালা সন্তান!
কিসে কম
একদম,
স্বপ্ন মম
নেই ঝম!
ব্যবধান
সব খান,
ভুলে যান
মা সন্তান!
এটাই গর্ব ভালোবাসা টান!