শরৎ শেষে দুপুর বেলায় বায়ুর ছেঁকে যেন গা পুড়ল;
দলে বলে ওরা সব মিলে মিশে একসাথে স্নান করল।
আসলো উড়তে পাখিরা সব যেন এ আকাশ পানে;
সাদা ফুলপদ্ম ফাঁকা জলে ভরা পদ্ম-পুকুর ঘাটে নেমে।
পথিক আমি প্রখর রৌদ্রে এ দেখে হলাম যেন মুগ্ধ;
কিচিরমিচির ডাকে উঠে পাখিদের কন্ঠে মধুর শব্দ।
বিশ্রাম ভাবি গাছের ছায়ায় এ প্রকৃতির সাজ কত;
গাছের ছায়ায় বসে দূর হল মনের সব ক্লান্তি যত।
শরতের ঋতু আজ-শরৎ রানী ঘুমটা দিয়ে বসে আছে;
বলবো আমি বাড়ি ফিরে এ দৃশ্য সত্যিই তোদের কাছে।
পাসনা ভয় প্রকৃতিতে – প্রিয় রূপকন্যা হে শরৎ ঋতু;
#প্রকৃতির প্রেমে- আমি মুগ্ধ হয়ে ভুলে গেলাম সবকিছু।