গোয়ালন্দে প্রকাশ্যে মাদক বিক্রির ছবি তুলতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন একাধিক জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক
হাফিজুর রহমান ঃ রাজবাড়ি
মাদকের সর্গরাজ্য হিসেবে পরিচিত রাজবাড়ী দৌলতদিয়ার পুড়াভিটা এলাকায় পেশাগত দায়িত্ব পালন সময় ,দৈনিক লাখো কন্ঠ, মানবজমিন, বাংলাদেশের আলো, এশিয়ান টেলিভিশন সহ একাধিক জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা প্রকাশ্যে মাদক বিক্রি করার ছবি তুলতে গেলে তাদের উপর হামলা করে আহত করেন কুখ্যাত মাদক কারবারি যাবতজীবন সাজা প্রাপ্ত একাধিক মাদক মামলার আসামী নুরজাহান,শাহানাজ,শাপলা
ও তার সহযোগীরা।
এতে মুমূর্ষু অবস্থায় সাংবাদিক সুমনকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছরিয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে মাদক কারবারিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ই আগষ্ট) বিকালে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার সাংবাদিক সমাজ। এতে আহত সাংবাদিক সুমন বাদি হয়ে ৯জনকে আসামী করে গোয়ালন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার সাথে অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যরা মাত্র ১ ঘন্টার মধ্যে প্রধান দুই আসমাী শাজানাজ,স্বপ্নাকে গ্রেপ্তার সক্ষম হন তারা। বাকীদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা।