সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সৌদিআরব জেদ্দা ঃ প্রতিনিধি
সৌদিআরব এ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতা কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ প্রবাসীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের নিয়োগ প্রাপ্ত জেদ্দা কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল নাজমুল হক বলেন, আজকের বাংলাদেশ সত্যি’ই আমাদের গর্বের। কারন হিসেবে তিনি বলেন, নিজের ঘর থেকে যদি সহযোগীতা এবং অনুপ্রেরণা না পাওয়া যায় তাহলে কোনো কাজে সফলতা পাওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন যে, আজকে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যার বেশির ভাগ অবদান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। ‘ তিনি যদি বঙ্গবন্ধু কে অনুপ্রাণিত না করতেন হয়তো আজ অবদী এই বাংলাদেশ কে স্বাধীন নামক একটি দেশ হিসেবে আমরা পেতাম না, এখনও আমাদের পরাধীন রাষ্ট্রেই বসবাস করতে হতো।
এর আগে সৌদিআরব সময় ৭:৩০ মিনিটে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা আওয়ামীলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, জেদ্দা আওয়ামী ১০ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ প্রবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ