1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে  টাঙ্গাইল নাগরপুরে নির্বাচন অফিসের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য -ছারছীনার পীর ছাহেব সিংগাইরে এলজিইডি’র ৬ কোটি টাকার রাস্তার কাজে নয়ছয় ! রায়পুর বাজারে প্রশাসনের অভিযানে ৩ মামলায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা গুনল। রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার  ভ্রাম্যমাণ আদালতে বিআরবি ব্রিকসকে দেড় লক্ষ টাকা জরিমানা মেষ্টা ৪নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনিষ্ঠিত আনেহলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে সাময়িক অব্যাহতি। দৈনিক নয়া কণ্ঠ                                

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৭ বার পঠিত

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে সাময়িক অব্যাহতি।

রাজশাহী ব্যুরো ঃ যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু।

এছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা জানতে অধ্যাপক সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্য হিসেবে আছেন অধ্যাপক মো. মোর্শেদুল ইসলাম, অধ্যাপক মো. আবদুল আলীম, অধ্যাপক শাহীন জোহরা ও সহযোগী অধ্যাপক সালমা আখতার খানম। এছাড়া কমিটিকে সহযোগিতা করতে বিভাগের ৬টি ব্যাচ থেকে মোট ১২ জন শিক্ষার্থী যুক্ত থাকবেন।

কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত অধ্যাপক সাদিকুল সাগরকে সব ধরনের অ্যাকাডেমিক কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু গণমাধ্যমকে  বলেন, যৌন হয়রানি ও নির্যাতন নিপীড়ন বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে এই আইন বিভাগ। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও ব্যক্তিগত ভাবে ছাত্র-ছাত্রীরা আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর সম্পর্কে গুরুতর অভিযোগ এনেছেন। এর আলোকে অ্যাকাডেমিক কমিটি সর্বসম্মতভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে। এ অনুসন্ধান প্রক্রিয়া চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষককে ক্লাস, পরীক্ষা তথা সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম হতে বিরত থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন শিক্ষার্থী সহযোগী অধ্যাপক সাদিকুল সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এর প্রতিবাদে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ওই শিক্ষকের পুত্তলিকা দাহ করেন রাবি শাখা ছাত্রদল। আজ অভিযোগের তদন্তের জন্য মানববন্ধন করেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD