রাজশাহীর মোহনপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন ।
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী
শনিবার (৫ আগস্ট ) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপূত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে স্রদ্ধার্ঘ অর্পণ করেন মোহনপুর উপজেলা প্রশাসন ।
সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গাছের চারা রোপণ ও চারা বিতরণ, “শহীদ ক্যাপ্টেন শেখ কামাল নির্মল তারুণ্যের অগ্রদূত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জহুরা । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহিদুজ্জামান,ও যুব উন্নয়ন কর্মকর্তা রোকুনুজ্জামান ।