বালিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উদ্দেশ্যে দিবসটিকে ঘিরে বিশেষ আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার( ভূমি) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজল কুমার সোম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান প্রমুখ।। এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় সন্তান ও জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহিদ ক্যাপ্টেন শেখ কামাল সম্বন্ধে স্মৃতিচারণ ভাইস চেয়ারম্যান বলেন, তিনি বঙ্গবন্ধুর মতই ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন আর ছাত্রসমাজকে সংগঠিত করে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ। বহুগুনের অধিকারী শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষকরে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সবশেষে, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।