বালিয়াকান্দিতে বন বিভাগের গাছ রাতের অন্ধকারে কর্তন আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস – নয়া কণ্ঠ
হাফিজুর রহমান : রাজবাড়ি
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার মৌকুড়ী গ্রামের আমুদ আলি নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী রাস্তার পাশে বন বিভাগের প্রায় ৬০ হাজার টাকা মুল্যের ২টি কড়াই গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ২৯ জুলাই রাতে বালিয়াকান্দি উপজেলার মৌকুড়ী গ্রামের বাসিন্দা আমুদ আলী নামের এক ব্যক্তি তার জায়গার সামনে থাকা সরকারী রাস্তার উপর বন বিভাগের ২টি কড়াই গাছ কেটে তার বাড়ীর বাউন্ডারীর ভিতর লুকিয়ে রাখে।
এবিষয়ে এলাকাবাসী জানান, আমুদ আলী বাড়ি করার সূত্রে তার জায়গার সামনে সরকারী রাস্তার উপর থাকা বন বিভাগের ২টি কড়াই গাছ সবার অজান্তে কেটে নেয়। এবং পরের দিন ( ৩০ জুলাই) সকালে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি গাছ ২ টি নাই। ঠিক তখনি দেখতে পায় গাছের গুড়ি গুলি আমুদ আলীর বাড়ীর বাউন্ডারীর ভিতর রাখা।
তারা আরও জানান, যেহেতু এগুলো সরকারী গাছ , তাই এগুলো কাটা ঠিক হয়নি।আমুদ আলী গাছ গুলো কিভাবে কেটেছে আমরা জানিনা।
আমুদ আলীর সাথে কথা হলে তিনি বিষয়টি কে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান এবং বলেন যে, এব্যাপারে চেয়ারম্যান ও ইউএনও এর সাথে কথা বলেই করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই, তবে ঘটনাটি খতিয়ে দেখছি।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নিকট গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি, গাছ কাটার বিষয়টি সত্য।
বন বিভাগের বালিয়াকান্দি কর্মকর্তার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, গাছ গুলো আমাদের সমিতির মাধ্যম দিয়ে লাগিয়েছিলাম। আমুদ আলী নামের ব্যাক্তি কার কাছে অনুমতি নিয়ে কেটেছে আমরা জানিনা, তবে কর্তনকৃত গাছ গুলো আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। গাছ কাটার সঙ্গে জড়িত আমুদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আমাদেরকে জানান।