বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ
৩০ জুলাই মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস।
দিবসটি উপলক্ষ্যে, সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ থেকে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ ব্যাধি, যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।’ যুব সমাজ কে মাদক থেকে বাঁচাতে হলে সবাই কে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে, তাহলেই মাদক মুক্ত একটি সমাজ ও দেশ উপহার দেওয়া সম্ভব।
বক্তারা আরো বলেন, মাদকের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এবং সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এম পি, সিরাজগঞ্জ – ২,
বিশেষ অতিথি মোঃ আরিফুর রহমান মন্ডল, পুলিশ সুপার সিরাজগঞ্জ, ডা. রাম পদ রায় সিভিল সার্জন সিরাজগঞ্জ, ও আব্দুর রহিম বাবুল পরিচালক নক্ষত্র মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সিরাজগঞ্জ।
আলোচনা শেষে মাদক বিরোধী একটি র্যালী শহরের চারি দিকে প্রদক্ষিণ করেন।