হাফিজুর রহমান, স্টাফ প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামে বীনা রানী মন্ডলের ঘর ভাংচুর করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
অভিযোগকারী বীনা মন্ডল জানান, রবিবার সকালে প্রভাস
বিশ্বাস সে নিজেই ঘটনাস্থলে ভাড়াটিয়া একদল সন্ত্রাস নিয়ে এসে আমার ঘরবাড়ি ভেঙে দিয়ে যায়,।
এ বিষয়ে প্রবাসের বড় ভাই জানান, আমার ছোট ভাই প্রভাস যে ধরনের কাজ করে যাচ্ছে সমাজে এটা মেনে নেওয়া যায় না,। এ সময় বিনা মণ্ডল আরো জানান, ভারাটিয়া লোকদিয়ে আমার বসতবাড়ীর রান্নাঘর ভাংচুর করতে থাকলে আমরা বাধাদিলে আমাদেরকে ভয়ভিকীসহ প্রাননাশের হুমকি দেয়।’ সে পূর্বেও বিভিন্ন সময় আমার দলিলকৃত জমি দখলের জন্য ঘর ভাংচুর করাসহ বিভিন্নভাবে হয়রানী করে আসছে। উক্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
এ সময় প্রভাস নিজেই গণমাধ্যম কর্মীর সামনে বলেন
আমি নিজেই ঘরবাড়ি ভেঙেছি।