বগুড়ায় দীর্ঘ ২৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
বগুড়ায় দীর্ঘ ২৪ বছর শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫৫) অবস্থান করছে।
র্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫৫), পিতা- খলিলুর রহমান, সাং- প্রতাব খাদুলী, থানা- ধুনট, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
১৯৯৯ সালে আসামী আপন চাঁচাকে জমিজমার বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যাকরে আত্মগোপন করে।
আসামী নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন।
দীর্ঘ ২৪ বছর পর র্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়।