নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা
সংসদীয় আসন ১৬০ নেত্রকোনা-৪ ( মদন, মোহনগন্জ , খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত) এর তিন বারের নির্বাচিত সাংসদ রেবেকা মমিন আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
তিনি সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আঃ মমিন এম পি র সহ ধর্মীনি ছিলেন, আঃ মমিন মারা যাওয়ার পর স্বামীর আসন থেকে আওয়ামীলীগ এর মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।’
সকালে মৃত্যু সংবাদে নির্বাচনী এলাকায় শোকের রোল পরে যায় , সাধারন নেতা কর্মীরা ফোনে খোঁজ খবর নিতে ব্যস্ত থাকে।
সকাল দশটায় ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাযার নামায শেষ হওয়ার পর লাশবাহী গাড়ী নেত্রকোনা হয়ে মোহনগন্জের পথে যাত্রা শুরু করে॥
পরে সন্ধ্যা ৬ টায় ২য় জানাযার নামায নিজ বাড়িতে অনুষ্টিত হয় ও পরে পারবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
এর আগে এমপি রেবেকা মমিনের কফিনে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্থানীয় এমপি অসীম কুমার উকিল, ৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শফি আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন।