ঈদ উপলক্ষে রাসিকের ২০ নম্বর ওয়ার্ডে চলছে পরিষ্কার – পরিচ্ছন্নতার অভিযান ।
মোঃ মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকারের নিজ উদ্যোগে পরিষ্কার – পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত ।
ওয়ার্ডের ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কারের বিষয়ে কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকারের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান , এই পরিষ্কার – পরিচ্ছন্নতা সিটি কর্পোরেশনের একটি ধারাবাহিক ও রুটিনমাফিক কাজ । তবে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর , ধর্মীয় পবিত্রতা বজায় রাখার উদ্দেশ্যে যাতে করে মুসল্লিগনের চলাচলে রাস্তাঘাট অপরিষ্কার না থাকে সে কারণে বাড়তি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে ।
তাছাড়া তিনি আরো বলেন , এই ওয়ার্ডের বেলদারপাড়া, রাণীবাজার, মুন্সীডাঙ্গা, রেশমপট্টি মোড়, সুলতানাবাদ, বোয়ালিয়াপাড়া, অলকারমোড় এলাকায় প্রতিদিন সকাল হতে সন্ধা পর্যন্ত ডিউটি রোস্টারের মাধ্যমে কাজ ভাগ করে দেওয়া আছে, এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে কিনা সে বিষয়ে বেশ কয়েকজন পরিদর্শক তা পর্যবেক্ষণ করে প্রতিদিন ওয়ার্ডে রিপোর্ট দাখিল করেন । এ ছাড়াও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের দিক নির্দেশনার আলোকে আমি এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে যা যা করণীয় তা নিজ উদ্যোগে করে যাচ্ছি ।
রানীবাজার মহল্লার বাসিন্দা মোঃ মশিহুর রহমান রিন্টু বলেন , রাজশাহী মহানগরীর অন্যান্য ওয়ার্ডগুলোর চেয়ে ২০ নম্বর ওয়ার্ড পরিষ্কার – পরিচ্ছন্নতার দিক দিয়ে সব সময় এক ধাপ এগিয়ে ।