চির বিদায় নিয়ে চলে গেলেন একজন রেমিট্যান্সযোদ্ধা।
আবির হোসেন রাজু – জেদ্দাহ, সৌদিআরব।
মিজানুর রহমান নামের একজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা বুধবার (৫ জুলাই) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর। বগুড়া জেলার কাহালুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
জানা যায়, গত এক বছর আগে পরিবারের সুখের জন্য টাকা কামানোর জন্য পারি জমান সুদূর আরবের দেশ সৌদিআরব। ভাগ্যের নির্মম পরিহাস একই থানার দালাল আলমগীরের প্ররচনায় পরে সর্বোচ্চ খুইয়ে পরিবারের একটু খানি সুখ দিতে আসেন সৌদিআরব। এখানে এসে কাজ নেই, আকামা নেই, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, এভাবে চলতে থাকে কিছুদিন, পরে জেদ্দাহ একটি আবাসিক হোটেলে কাজ পায়। জেদ্দাহ বাঙ্গালী কমিউনিটি’ র সাথেই ছিলেন। হঠাত একদিন বুঝতে পারে তার জণ্ডিস হয়েছে । কিন্তু ততক্ষণে তার কিডনি লিভার প্রায় অকেজো। কোথায় পাবে এতো টাকা চিকিৎসার জন্য। বিদেশে ব্যয় বহুল চিকিৎসা। নেই কোন বৈধতা, অবৈধ অবস্থায় চাকরিরত ছিলেন। অসুস্থতা জনিত অবস্থায় আর কাজ না করতে পারায়, কোম্পানি তাকে ডিউটিতে আসতে নিষেধ করে দেয়। পরে জেদ্দাহ বাঙ্গালী ককমিউনিটি থেকে চাদা তুলে দেশে পাঠানোর ব্যবস্থা করে। দেশে গিয়ে অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করে। পরে ডাক্তার তাকে ফিরিয়ে দেন, দুই দিন পর সে মৃত্যু বরণ করেন।