মোহাম্মদ এ আরাফাত নৌকা হিরো আলম পেলেন একতারা
নয়া কণ্ঠ ডেস্ক
নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তিনি ঈদের পরে জোরালো প্রচারণায় নামবেন।
আওয়ামী লীগের প্রার্থী আরাফাত বলেন, ‘নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। উপনির্বাচনে বিজয়ী হলে ঢাকা-১৭ আসনের সর্বস্তরের জনসাধারণ নাগরিকের সুবিধা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, এ আসনে বিভিন্ন কারণে সুষম উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আগামী দিনগুলোতে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এদিন প্রতীক আনতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন অফিসে যান হিরো আলম। এ সময় নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাকে একতারা প্রতীক বরাদ্দ দেন। পছন্দের প্রতীক পেয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন।
সুষ্ঠু নির্বাচন হলে ঢাকাতে জয়ী হবেন দাবি করে তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবার আমি জয়ী হবো।