সুজন খন্দকার ঃ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ঐতিয্যবাহি সূর্য্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল।
এ নির্বাচন পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুধন দত্ত। সে সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আবু জাফরসহ অন্যান্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত ৮জন সদস্য। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডলকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।
নির্বাচিত হবার পর সভাপতি আজম আলী মন্ডল সকল সদস্য ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সূর্য্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ঐতিয্যবাহি একটি প্রতিষ্ঠান। তিনি চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানকে আধুনিক মানদন্ডের নিরিখে গতিশীল রাখতে। এ লক্ষে তিনি বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ঠ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।