বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত শুদ্ধি অভিযান তথা দুর্নীতিবাজদের রাহুগ্রাস থেকে দেশ ও সমাজকে অবমুক্ত করার প্রয়াসে যে শক্তিশালী অভিযান পরিচালিত করেছেন তা সাধারন জনগন সহ বিশ্বব্যাপী সমাদৃত। তিনি জিরো টলারেন্স নিয়ে একাগ্রচিত্তে দু:সাহসিক কাজে হাত দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন । মোদ্দা কথা এ ধরনের অপারেশন চলমান প্রক্রিয়ার অংশ হলে সুবিধাজনক ভাবে হ্যান্ডলিং করা যায় , এতে হোঁচট বা ধাক্কা খাওয়ার অবকাশ থাকেনা । তাই রাষ্ট্রের মুল অরগ্যান আইন , বিচার ও শাসন বিভাগ যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হলে , আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে চোর সামলানোর কাজে সরাসরি মাঠে নামার দরকার ছিলনা । ইংরেজীতে প্রবাদ আছে : Better late than never , তাও ভাল , সাধারন মানুষ স্বস্তিবোধ করছে দেরী হলেও ।
সমাজ জীবনে বিত্তবানদের অবস্থান ও দৌরাত্ম বরাবরেই বিদ্যমান ছিল । এমনকি ইসলামের চার খলিফার মধ্যে হযরত ওসমান রা: ধনাঢ্য ছিলেন বলেনই অন্য ধর্মের লোকেরা উনার উপর কিছুটা অতিরিক্ত সমীহ করতেন, কারন উনি জনহিতকর কাজে অর্থ ব্যয় করতেন । এমন হাজার উদাহরণ আমরা ইতিহাস থেকে জানি । অনেকেই বলেন – Money is sweeter than honey , Money speaks and so on , আবার তাওত আছে – Money is not be all and end all of human life’s , এমনকি অর্থই সকল অনর্থের মুল ।তার পরেও সমাজ ব্যবস্থা এমন প্যাচে ধরা , টাকা না হলে চলেনা, কি শিক্ষা , কি চিকিৎসা , কি বিনোদন , বিদেশ যাত্রা , কি উন্নত জীবন যাপন বা পদ আহরন ইত্যাদি ইত্যাদি । আমাদের প্রতিযোগিতামুলক সমাজে টাকা চাই , যেনতেন উপায়ে টাকা অর্জন যাকে বলি কালো টাকা । কিন্তু মুল সমস্যা হলো কোনটা কালো বা কোনটা সাদা এর গায়ে কোন সিল নেই , সব টাকার দৃশ্যমান অবস্থান ও মুল্যমান এক ও অভিন্ন । অপরাধীরা অনেক চালাক ও সাহসী থাকে তাই সবার চোখে ফাঁকি দিয়ে হয়ে উঠে বিত্তশালী । আর টাকাওয়ালা মানে সব আপনার পকেটে আসবে অর্থাৎ যা চাই , তা পাই ।
এমন বলছিনা , সব দেশেই বনেদী,বিত্তবান পরিবার থাকেন ও বংশানুক্রমে উত্তরসুরীরা ধনী হন , এতে আপত্তি নেই বা থাকা উচিত নয় । কিন্তু সকালের ন্যাংটা বা হাফপ্যান্ট পরা চোকরা যদি বিকেলে জর্জ আরমানীর স্যুট পরে ওয়েষ্টিনে ডিনারে যায় , সাপ্তাহিক শপিং বা জ্বর মাপানোর জন্য সিঙ্গাপুর যায় , তখনি সচেতন মানুষগুলো চোখ কান খুলে সব দেখতে চায় ও নরেচরে বসে । সোজা হিসেব , টাকা হলে বাঘের দুধ কেনা যায় যা গল্পে শুনতাম , এই বেলায় দাঁড়িয়ে ভ্রু কুচকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি টাকা দেয়না এমন জিনিস নেই । সারা জীবনের ত্যাগী কর্মী অচেনা হয়ে উঠে একজন নব্য ধনাঢ্য কর্মীর মোকাবেলায় , কি অসহায়ত্ব বোধ কাজ করে । সুন্দরী প্রেমিকা অন্যের ঘরের বউ হয়ে চলে যায় টাকার দাপটে , আর কি বলব । আমি কোন উদাহরণ দিয়ে কাউকে আহত বা খাটো করতে চাইনা , আমরা জাতির জনকের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্বের মাধ্যমে স্বাধীনতা অজর্নকারী অহংকারী জাতি আর আমাদের ধন সম্পদ লুটেরা বিদেশে পাচার করে দিবে এটা ভাবতে কষ্ট হয় । প্রসঙ্গ ছিল ক্লিন ইমেজ , ময়লা জিনিস ধুলে পরিস্কার হয় , কিন্তু নৈতিক অবক্ষয়ের মানুষগুলো পরিস্কার হয়না । প্রবাদ আছে-Money lost nothing lost , health lost something lost , character lost everything lost , অতএব বুঝতে কষ্ট হওয়ার কথা নয় । মানুষকে আদ্যোপান্ত সৎ হতে হবে , তার উপার্জন , নৈতিকতা ,আচার ব্যবহার ইত্যাদি শালীন হলে বলতে পারি ক্লিন ইমেজ । এক জীবনে চুরি করে , শেষ জীবনে দাতা মহসীনরা কোন ভাবেই ক্লিন ইমেজ সম্পন্ন হতে পারেন না । আমরা ভুল থেকে শিখি , অন্তত মৃত্যু ভয়কে সামনে রেখে সবাই বিশুদ্ধ জাতি গঠনে জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিত ভাবে কাজ করি । সমালোচনার জায়গা সমালোচনা করি যা হবে শিক্ষনীয় কিন্তু ইল মটিভ নিয়ে বা ক্ষমতা আরোহনের ষ্টেপ হিসেবে আমরা যেন কোন বিভ্রান্তিতে না ভোগী বা উচ্চাভিলাষী চিন্তা না করি । অন্তত আমাদের আগামী প্রজন্মের খাতিরে আত্মশুদ্ধির পথে হাটি।
লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা