রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার মানুষকে অপরাধ প্রবন করে তুলে ,তাই বলে – Intoxication of power is more than liquor । কারন রাষ্ট্র জনগনের , আর রাষ্ট্রের যে যেখানে অবস্তান করবেন , দায়িত্ব হবে সার্ভিস প্রদান করা , যার বিনিময়ে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তাকে পারিতোষিক ও সম্মান দেয়ার বিধান রয়েছে । যে যত বিশাল দায়িত্বে অধিষ্টিত হবেন তার কর্তব্য তত বেশী , রাষ্ট্রবিজ্ঞান তাই বলে , দায়িত্ব ও কর্তব্য অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত , একে অপরের পরিপুরক ।
আধুনিক বিশ্বে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তে নুতন মার্জিত শব্দ সংযোজন করা হয়েছে । বিজ্ঞ রাষ্ট্রবিদরা বলেন রাষ্ট্রীয় সেবা কারন ক্ষমতা শব্দটিই একটু শক্ত ও শুকনো মনে হয় যা মানব প্রেম , মানব সেবা কে অবদমিত করার দিকে বেশীর ভাগ অঙ্গুলী হেলন করে । পৃথিবীতে মানব কল্যানে কাজ করে অনেক প্রথিতযশা শাসক , ধর্মীয় নেতা , সমাজপতি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে । তবে নেতৃত্ব বা লিডারশিপ ভিন্ন ধারনা , ক্ষমতায় না থেকে ও অনেক বিশ্বনন্দিত নেতা জনকল্যানে , জাতি গঠনে , ধর্ম প্রতিষ্ঠা , রাষ্ট্র প্রতিষ্ঠা , আদর্শ প্রতিষ্ঠার কাজে জীবন দিয়ে ইতিহাসে অমরত্ব লাভ করেছেন ।
বিষয়টা ছিল , একজন পদস্ত কর্মকর্তার গাড়ী বিলাস । আমি নিজেই দেশে ও প্রবাসে দেশী এ বিদেশী এয়ারলাইন্সের দায়িত্বশীল পদে আকর্ষনীয় বেতনে কাজ করেছি , বুঝতাম চাকুরীর বেতন যত বেশিই হউক মাসশেষে সীমিত , এখানে উচ্চাভিলাষী হওয়ার সুযোগ নেই আর হতে গেলে বাঁকা পথে হাটতে হবে । শৌখিনতা থাকতেই পারে , কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে মিল থাকতে হবে যদি আমি সঠিক পথে থাকি ।
সম্প্রতি মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন – দুর্নীতি রোধে একে একে সবাইকে ধরব , শুনি খুশী হলাম । আমরা কষ্ট করে পয়সা জমাই , আর টু পাইসের সামনে মার খাই । আশা করি চলমান দুর্নীতি প্রতিরোধ অভিযান অব্যাহত থাকলে আমরা সামনে আশার আলো দেখতে পাব ।
আমরা আত্মশুদ্বির মাধ্যমে , ধর্মীয় অনুশাসন থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে উনার গৃহীত সবচেয়ে কঠিন কাজটি ত্বরান্বিত করার জন্য চলুন স্বোচ্চার হই । চলুন আওঁযাজ তুলি , বঙ্গবন্ধুর সোনার বাংলায় , দুর্নীতি বাজদের ঠাঁই নেই , শেখ হাসিনা এগিয়ে চল , আমরা আছি তোমার পাশে । বলি ভোগে নয় , ত্যাগে সুখ । জয়তু শেখ হাসিনা ।
লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা