ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল
কয়রা (খুলনা) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সকাল ১০টায় কয়রা সদরের ঐতিহাসিক মসজিদ-ই আবু বক্কর (রা.) চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। কয়রা জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।
মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, কয়রা কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত মানুষ অংশ নেন। গগনবিদারী স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, ‘গাজা আজ রক্তাক্ত কেন?’‘ইসরায়েলের সন্ত্রাস বন্ধ কর, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’—এমন সব প্রতিবাদী শব্দে প্রকম্পিত হয় কয়রার আকাশ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, বাগালি ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাওলানা মতিউর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সামিউল ইসলাম এবং কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম।
বক্তারা বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ববাসী আজ নির্বিকার। মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো।
বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও তা কয়রার জনমানসে এক তীব্র প্রতিবাদ ও সংহতির বার্তা পৌঁছে দেয়।