নেত্রকোনায় ফিলিস্তিনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন করে অসহায় নারী শিশু হত্যা করছে। এর প্রতিবাদে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমানুষের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সম্মিলিত ভাবে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন। এই বিশাল মিছিলটি জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ফিলিস্তিনের পতাকা হাতে সড়কের দু’পাশে সারিবদ্ধ ভাবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন অংশগ্রহন করেন। এ সময় সম্মেলিত জনতা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে নিহত ও আহত গাজাবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কর্মসূচি গ্ৰহণসহ ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট করার আহ্বান জানান উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।