গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে আটক ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে। অপহরণের দায়ে আটককৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া গ্রামের লুৎফর বেপারীর ছেলে সাহিদুল ইসলাম (২৯), একই উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সামচু মাষ্টার পাড়া গ্রামের সামচু মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৯), ঝিনাইদহ জেলার সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন (৩০)।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল, রোববার রাত ৮ টার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন চর মহিদাপুরের অদূরে বালুর চরে নিয়ে যাওয়ার সময় মহিদাপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে মুদি দোকানের সামনে হতে স্থানীয় লোকজন ভিকটিম ও একটি ইজিবাইক এবং চাঁদার জন্য নেয়া ১১ হাজার ৩ শত টাকাসহ থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমসহ আসামিদের আটক করে।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত থাকা ৩ জন আসামিকে আটক করে সোমবার গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।