আট বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত তুষার গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ আট বছরের শিশু ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত তুষারকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৫,সদর কোম্পানি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
ঘটনা সূত্রে জানা যায়, বাদী মোঃ ইসমাইল হোসেন (৩৮) এর মেয়ে ভিকটিম মোসাঃ নাইমা খাতুন (০৮) রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয এর দ্বিতীয শ্রেণীর ছাত্রী। আসামি তুষার একজন ভ্যানচালক ও ভিকটিমের পাড়া প্রতিবেশী চাচা। গত ১৮/১২/২০২৪ তারিখে সকাল ১১:৪৫ ঘটিকার সময় ভিকটিম হেলিপ্যাডের মাঠে খেলাধুলা করছিল। সেই সময় আসামি ভিকটিমকে জলপাই খাওয়ানোর কথা বলে তার ভ্যান গাড়িতে করে গোদাগাড়ী থানাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন সরমোংলা জঙ্গলের পূর্বকোণে নিয়ে যায়। একই তারিখ ১২:০৫ ঘটিকার সময় আসামি ভিকটিমের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পড়নের জামা ও পায়জামা খুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম ভয়ে ও ব্যথায় চিৎকার করিলে আসামি ভিকটিমের মুখে গামছা চেপে ধরে এবং হুমকি দেয় এই ঘটনার কথা যদি সে কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলবে এই কথা বলে আসামি ভিকটিমকে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দেয় এবং তাহার ভ্যান গাড়িতে করে ভিকটিমকে জনৈক রাজুর বাড়ির পাশে রাস্তায় নামিয়ে দেয়। সেই সময় ভিকটিম রাস্তায় বাবাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায় এবং ঘটনার কথা খুলে বলে। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন দল কর্তৃক ০৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ ১৯.২০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর খাইরুলের হোটেলের সামনে অপারেশন পরিচালনা করে মোঃ তুষার (১৮) , পিতা- মৃতঃ একরামুল হোসেন, সাং- রামনগর, থানা-গোদাগাড়ী , জেলা- রাজশাহী কে গ্রেফতার করে। আসামীকে উক্ত ধর্ষণ মামলার বিষয়ে জিঞ্জাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হয়েছে ।