কথায় নানা রূপ দিয়ে হাসি মজার স্যুপ নিয়ে গল্প দাদুর আসরে, হাতে যত কাজ ফেলে চুপে চুপে যাই চলে রূপকথার সেই বাসরে। বাবা বলে পড় এখন পড়ায় যে বসে না মন মজার এই গল্প ছেড়ে, স্বপ্নে দেখা রাজকুমার রূপে গুণে আজ আমার মনটা নিয়েছে কেড়ে।