রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৬ জন আসামী এবং প্রতারণা মামলার ০২জন আসামীসহ মোট ০৮ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১৩ই মে-২৪ বিকালে ওসি স্বপন কুমার মজুমদার এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামীরা হলো,হাবাসপুর গ্রামের মৃত লাল মোহাম্মদ মন্ডল এর ছেলে প্রতারণা মামলার আসামী ১। ফারুক হোসেন (৫০), ও ঝিনাইদহ শহরস্থ মহিষাকুন্ডু এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে প্রতারণা মামলার আসামী ২। মোঃ শাহজাহান আলী(৫৮),কে আটক করে পুলিশ।
এছাড়াও, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মেঘনা খামার পাড়া গ্রামের মৃত মনছের আলি প্রামানিকের ছেলে ৩। মোঃ মোহন প্রামানিক, ভট্টাচার্য্যপাড়া গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী ৪। মোছাঃ রোজিয়া বেগম, ভুরকুলিয়া গ্রামের আলাদি প্রামানিকের মেয়ে ৫। মোছাঃ মার্জিনা ,রঘুনাথপুর গ্রামের মৃত তেছম খাঁর ছেলে ৬। মোঃ মুক্তার খা (৫০), চর দুর্লবদিয়া গ্রামের মৃত বিষু প্রামানিকের ছেলে ৭। মোঃ হাফিজুর রহমান, ও একই গ্রামের ৮। মোঃ হাফিজুর বিশ্বাস (২৫) সর্ব থানা- পাংশা, জেলা–রাজবাড়ী। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।