মোটরসাইকেলের দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রের মৃত্যু
রাজবাড়ী,জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার
১২ মার্চ ২০২৪, মঙ্গলবার
রাজবাড়ী সদরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ (১৬ ) ও লালন শেখের ছেলে রাজন শেখ (১৭)।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিয়েছিল । এরপর তার বাবা-মা কিস্তিতে টাকা তুলে একটি মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা ওই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছে।
আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও নিহত সোহাগের চাচা আব্দুল আলিম বলেন, সোহাগ আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাজনের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিকাইল জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।